দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে নতুন রেকর্ড সৃষ্টি করল বাংলাদেশের যুবকরা। ভারত-বাংলাদেশ এর ম্যাচে বাংলাদেশের জয়ের মাধ্যমে বিশ্ববাসীর কাছে নতুন রেকর্ড গড়ল আকবরদের দল।
রবিবার (৯ ফেব্রুয়ারি) অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে টসে জিতে প্রথমে প্রিয়ম গর্গের দলকে ব্যাটিং পাঠায় আকবর আলী। শুরুর ওভারেই তাক লাগাতে থাকে। নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই ২ উইকেট করে শিকার করে শরিফুল, সাকিব আর একটি উইকেট পেয়েছেন রাকিবুল। বাকি দুটি রান আউটে শেষ হয় ভারতীয় যুবাদের ব্যাটিং। অলআউটের পূর্বে ৪৭ ওভার ২ বলে সংগ্রহ করে ১৭৭ রান।
১৭৮ রানের জয়ের টার্গেটে মাঠে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ। দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। তাঁদের আরও সুবিধা করে দেয় ভারতীয় পেস বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং। প্রথম কয়েক ওভারেই ওয়াইড-নো-এর দৌলতে অনেক রান দিয়ে দেন কার্তিক ত্যাগি, আকাশ সিংরা। তবে, মাঝখানে ছন্দপতন হলেও বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময়ই উচ্ছাসে তানজিদ-তৌহিদের ভক্তরা।
ডাকওয়ার্থ লুইস নিয়মে বাংলাদেশের টার্গেট আরও কমে যায়। শেষ পর্যন্ত ৩ উইকেটে ম্যাচ জয় বাংলাদেশের যুবকদের। আকবর আলি ৪৩ ও রাকিবুল হোসেন ৯ রানে অপরাজিত থাকেন।
এই জয়ের ফলে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে প্রথমবার ফাইনালে পৌঁছে চ্যাম্পিয়ন হল বাংলাদেশ। এক নতুন ইতিহাসের সূচনা হল বাংলাদেশ ক্রিকেটের।