নিজস্ব প্রতিবেদকঃ
পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি ।
আজ(২৮ সেপ্টেম্বর)জাতীয় প্রেসক্লাবে মাওলানা আকরাম খাঁ হলে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষ্যে বঙ্গবন্ধু দু:স্থ কল্যাণ সংস্থা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন কোনো অপশক্তি দেশের এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর যারা দেশকে পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নেয়ার ষড়যন্ত্র করেছিল, মুক্তিযুদ্ধের শ্লোগান জয় বাংলার পরিবর্তে জিন্দাবাদকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল তারা আজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত।
সংগঠনের সভাপতি মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জাহান কল্পনা, অধ্যাপক ড. এম বদরুজ্জামান ভুঁইয়া,ব্যারিস্টার জাকির আহম্মদ ,আওয়ামী লীগ নেতা এম এ করিম, লায়ন গনি মিয়া বাবুল,সাংবাদিক মানিক লাল ঘোষ, রোকন উদ্দিন পাঠান , সাদেক হোসেন , মো: ফয়েজুল্লা বক্তব্য রাখেন।