ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে শেখ রাসেল দিবস ও তার ৫৯ তম জন্মদিন পালিত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে তোষাাই শেখ রাসেল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে স্কুল মাঠে শেখ রাসেল দিবস ও তার জন্মদিন উপলক্ষে কেক কর্তন, দোয়া মাহফিল, আলোচনা ও শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
এ সময় শেখ রাসেল সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরমা আক্তার, নূর আইটি কর্নারের স্বত্বাধিকারী সফল উদ্যোক্তা ও ফ্রিলানসার মোঃ নুরুন্নবী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বকর, রাসেল আহমেদ, মিলি আকতার, স্বপ্না আক্তার প্রমূখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।