প্রকাশ সরকার সুমন◊◊
ডেমরায় উৎসবমূখর পরিবেশে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ১ অক্টোবর থেকে শুরু হয়ে বিজয়া দশমীর মাধ্যমে ৫ অক্টোবর শেষ হবে এ উৎসব। উৎসবকে ঘিরে মন্ডপে মন্ডপে চলছে ভক্তদের পূজা অর্চনা ও আরাধনা। পূজা অর্চনার মাধ্যমে প্রতিদিনই ভক্তরা মায়ের চরনে প্রনাম জানিয়ে জগৎ- সংসারের কল্যানে মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছেন। মা যেন সকলকে সুখে রাখেন শান্তিতে রাখেন। সারুলিয়া সার্বজনীন পূজা উদযাপন কমিটি দূর্গা মন্ডপসহ এ বছর ডেমরার ১০ মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দূর্গাপূজা। নিরাপত্তা বিধানে প্রতিটি মন্ডপে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। সনাতন ধর্মাবলম্বীরা যেন নিবিঘেœ ও শান্তিপূর্ন পরিবেশে শারদীয় দূর্গোৎসব উদযাপন করতে পারে সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা দায়িত্ব পালন করছেন। এছাড়া ও প্রতিটি মন্ডপে রয়েছে স্বেচ্ছাসেবক টিম। সারুলিয়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি অধীর চক্রবর্তী ও সাধারন সম্পাদক সজল সাহা বলেন অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দূর্গাপূজা। অন্যান্য বছরের তুলনায় এবারে ভক্তদের উপস্থিতি অনেক বেশী। এজন্য আমরা খুব আনন্দ বোধ করছি। প্রশাসন ও স্থানীয় নের্র্তৃবৃন্দরা আমাদের সর্বত্মকভাবে সহযোগীতা করছেন। সে জন্য আমরা সারুলিয়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রতি বছরই আমরা অত্যন্ত শান্তিপূর্ন পরিবেশে শারদীয় দূর্গোৎসব উদযাপন করে থাকি। আশা করছি এবারেও আমরা সকলের সহযোগীতায় শান্তিপূর্ন পরিবেশে এ উৎসব সম্পন্ন করতে পারবো।