ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে হালিমা আক্তার (১৫) নামের এক নবম শ্রেনীর ছাত্রী কীটনাশক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। তিনি উপজেলার ২নং পালশা ইউপির চৌড়িয়া গ্রামের মোঃ শহিদুল ইসলামের মেয়ে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর নিজ বাড়িতে বিষপান করলে বাড়ির লোকজন জানতে পেরে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার সময় মারা যায়। হালিমা উপজেলার ডুগডুগিহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে পড়াশুনা করতো।
পারিবারিক সূত্রে জানা যায়, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় হালিমা বলেছিলো সে ইদুর মারার কীটনাশক গ্যাস ট্যাবলেট খেয়েছে। এর চেয়ে বেশি কিছু সে বলতে পারেনি।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু হাসান কবির জানান, থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে হালিমার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে না প্রেরণ করার জন্য মৃতের পিতা-মাতা, আত্মীয়-স্বজন, স্থানীয় চেয়ারম্যান, মেম্বারদের করা আবেদনের প্রেক্ষিতে কোন প্রকার অভিযোগ না থাকায় মানবিক দিক বিবেচনা করে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।