নিজস্ব প্রতিবেদক♦
জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, জাতীয় পার্টি এখন যেকোন সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ ও সংগঠিত। গণমানুষের প্রত্যাশা পূরণে এগিয়ে যাবে জাতীয় পার্টি। কোন ষড়যন্ত্রই জাতীয় পার্টির ঐক্যে ফাটল সৃষ্টি করতে পারবে না। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর সৈনিকেরা ষড়যন্ত্রে কখনোই বিভ্রান্ত হবে না। কোনো ষড়যন্ত্রে মাথা নত করবে না জাতীয় পার্টি। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলবো।
আজ (১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি’র জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি’র জন্মদিনে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের এমপি, ড. নুরুল আজহার শামীম, মাহমুদুর রহমান মাহমুদ, হেনা খান, নাজনীন সুলতানা, ভাইস চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান খান, শফিকুল ইসলাম শফিক, শফিউল্লাহ শফি, জাহাঙ্গীর আলম পাঠান, এইচ এম শাহরিয়ার আসিফ, মোঃ জসীম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মোঃ বেলাল হোসেন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাস, মোঃ হেলাল উদ্দিন, মোঃ হুমায়ন খান, এনাম জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন তোতা, লিয়াকত হোসেন চাকলাদার, মাহমুদুর রহমান মুন্নি, সুমন আশরাফ, সম্পাদক মন্ডলীর সদস্য এম এ রাজ্জাক খান, আহাদ ইউ চৌধুরী শাহীন, এস এম আল জুবায়ের, গোলাম মোস্তফা, মিজানুর রহমান মিরু, যুগ্ম সম্পাদকমন্ডলীর সদস্য মজিবুর রহমান মুজিব, সালাহ উদ্দিন, আজহারুল ইসলাম সরকার, জাকির হোসেন মৃধা, এস এম সুবহান, আক্তার হোসেন দেওয়ান, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, দ্বীন ইসলাম শেখ, হাফেজ ক্বারী ইসারুহুল্লাহ আসিফ, মীর সামছুল আলম লিপটন, কেন্দ্রীয় নেতা আবু সাঈদ স্বপন, ফজলে এলাহী সোহাগ, এয়ার আহমেদ সেলিম, আব্দুস সাত্তার, আলাউদ্দিন আহমেদ, মোহাম্মদ আলী, নজরুল ইসলাম সরদার, শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন, আলমগীর হোসেন, ওমর আলী খান মান্নাফ, জিয়াউর রহমান বিপুল, এ এন এম রফিকুল ইসলাম সেলিম, জহিরুল ইসলাম মিন্টু, মখলেছুর রহমান বস্তু, মেহেদী হাসান শিপন, জামাল হোসেন, সোলায়মান সামি, আনোয়ার হোসেন আনু, রাশেদ নিজাম, আবু সাদেক বাদল, মিনি খান, খুররম ভূঁইয়া, মিথিলা রোয়াজা, ইলোরা ইয়াসমিন, মেহেরুন্নেসা হিয়া, শিশির আজম, জাতীয় তরুণ পার্টির সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমান, জাতীয় ছাত সমাজ-এর সাধারণ সম্পাদক আল মামুন।