রাজিবুল হাসান,ঢাকা থেকে♦
বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জননেতা মো. জিল্লুর রহমানের সহধর্মিণী বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের শ্রদ্ধার সাথে ১৮তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়।
আজ (২৪ আগস্ট) বুধবার সকাল সাড়ে ৮ টায় নারীনেত্রী আইভি রহমানের বনানী কবরস্থানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন শেষে ১৮তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে।
এসময় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে বনানী কবরস্থানে শহীদ বেগম আইভি রহমানের সমাধিতে এ শ্রদ্ধা নিবেদন। এবং শহীদের রুহের মাগফেরাত কামনায় আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সকাল সাড়ে ৯ টায় বনানী কবরস্থান প্রাঙ্গণে গুলশান থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও হতদরিদ্র মানুষের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি জামাত জোটের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সন্ত্রাসবিরোধী জনসভায় বর্বরোচিত ভয়াবহ গ্রেনেড হামলা চালিয়ে, ২৪ জন নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করে তৎকালীন প্রধানমন্ত্রীর পুত্র তারেক জিয়া গং! অসংখ্য নেতাকর্মী গ্রেনেডের স্লিন্টারে ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়ে পড়ে থাকে। অনেকে চিরতরে পঙ্গু হয়ে যায়। মানবঢাল তৈরী করে দেশরত্ন শেখ হাসিনাকে সেদিন নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করে নেতাকর্মীরা। গুরুতর আহত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে তিন দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর ২৪ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম আইভি রহমান।