প্রকাশ সরকার সুমন♦
১৯ আগষ্ট শহীদ দিবস উপলক্ষে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুরে শহীদের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম কমান্ড বেগমগঞ্জ উপজেলার আয়োজনে গত (১৯ আগষ্ট) শুক্রবার সকালে গোপালপুর বাজার স্মৃতিসৌধ প্রাঙ্গনে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম কমান্ড ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানা সভাপতি এম, এস আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জাতির শ্রেষ্ঠ সন্তানগন যথাক্রমে গোপালপুর ইউনিয়নের কমান্ডার মো: সিরাজ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মো: বেলায়েত হোসেন রানু, আবু তাহের, আমির হোসেন, আব্দুল মোতালেব, নায়েক সিরাজ মিয়া, বীরমুক্তিযোদ্ধা খুরশিদ আলম,আব্দুল গফুর, আবুল কাশেম, মিসেস মোমিনুল হক, মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম কমান্ড বেগমগঞ্জ উপজেলা সাধারন সম্পাদক জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ মানিক। শাহ আলম ভূইয়া সুজনের সার্বিক ব্যবস্থাপনায় সভায় আরও বক্তব্য রাখেন শহীদ পরিবারের সন্তান জসিম উদ্দিন, করিম, অন্তর, কিশোর প্রমূখ।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন, সামাজিক ব্যক্তিত্ব আব্দুল আলী, জাহাঙ্গীর মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৯ আগষ্ট নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে এক নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল হানাদার বাহিনী। মুক্তিকামী মানুষ প্রতিদিনের ন্যায় গোপালপুর বাজারের আশে পাশে জড়ো হয়েছিলেন। হঠাৎ বাজারের চারপাশ ঘিরে ফেলে হানাদার বাহিনী। স্থানীয় চেয়ারম্যান মাহবুবুল হায়দার চৌধূরী (নশা মিয়া) ও তুলাচারা গ্রামের মো: ইসমাইল মিয়া সহ ৫০ এর অধিক মুক্তিকামী মানুষকে পার্শ্ববর্তী খালের পাশে লাইনে দাড় করিয়ে ব্রাশ ফায়ার করে সকলকে মেরে ফেললো হানাদার বাহিনী। সেই নির্মম হত্যাযজ্ঞের বেদনায় আমরা সকলেই কাতর এবং শোকাহত। বক্তব্য শেষে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরন করে তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।