মোঃ শিফাত মাহমুদ ফাহিম:
রাজধানীর আশুলিয়ায় অপহরনের পর মুক্তিপনের টাকা না পেয়ে সবুজ মিয়া (১৫) নামের পঞ্চম শ্রেনী পড়ুয়া এক কিশোরকে পিটিয়ে হত্যা ও জাহিদুল ইসলাম (১৩) নামের এক কিশোরকে বেদম মারপিট করেছে দুর্বৃত্তরা।নিহত সবুজ মিয়া লালমনিরহাট জেলার সদর থানার কাজী কলোনী গ্রামের মিছির আলীর ছেলে। সে স্থানীয় মাদ্রাসার ৫ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। একই ঘটনায় আহত অপর কিশোর জাহিদুল ইসলাম একই এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম। এর আগে দুপুরে আশুলিয়ার মোজার মিল এলাকার একটি ডোবা থেকে সবুজের মরদেহ ও জাহিদুল ইসলাম নামের অপর এক কিশোরকে জীবিত উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত সবুজ ও জাহিদুল আশুলিয়ায় লালমনিরহাট থেকে তার বোনের বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। বাসা খুজে না পেয়ে আশুলিয়ার মোজার মিল এলাকায় অপেক্ষার সময় তাদেরকে কয়েকজন কিশোর রাতে থাকার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। পরে তার গ্রামের বাড়িতে ফোন দিয়ে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। টাকা দিতে রাজি না হওয়ায় ওই দুই কিশোরকে বেধড়ক পেটাতে থাকে। এ সময় অপহরনকারীদের পিটুনিতে সবুজ মারা যায়। পরে সবুজ ও আহত জাহিদুলকে মোজার মিল এলাকার একটি ডোবার পাশে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।