মোঃ নাঈম হোসাইন,দশমিনা পটুয়াখালী:
“ভিটামিন এ খাওয়ান, শিশুর মৃত্যুর ঝুঁকি কমান”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী জেলা দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় ভিটামিন‘এ’ প্লাস ক্যাম্পেইন এডভোকেসি ও পরিকল্পনা সভার আয়োজন করা হয়। উক্ত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এডভোকেসি ও পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তি যোদ্ধা,দশমিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃশরিফুল ইসলাম। দশমিনা উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃখালিদ মাহমুদ। দশমিনা উপজেলা মেডিকেল অফিসার ডা.নুরে আবেদিন সিফাত, সহ দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্যকর্মীগন। আলোচনা সভায় বক্তারা বলেন ৪-১৭ অক্টোবর ৬ মাস থেকে ৫ বছরে সকল শিশুকে ভিটামিন ‘এ’প্লাস খাওয়ানোর বিষয় আলোচনা করেন। আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।