অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে মাছের পোনা অবমুক্ত করন কর্মিসূচী অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১ টার দিকে সোনাইমুড়ীর উপজেলার বিভিন্ন উন্মুক্ত জলাশয়,উপজেলা পরিষদ পুকুর, ইউনিয়ন পরিষদ পুকুর সহ বিভিন্ন মসজিদ-মাদ্রাসার পুকুর গুরুতে ৫৭১ কেজি দেশিও বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল, উপজেলা মৎস কর্মকর্তা মাইসুরা ইয়াসমিন, সোনাইমুড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক বেলাল হোসাইন ভুঁইয়া, সোনাইমুড়ী প্রেসক্লাব এর প্রচার সম্পাদক অনুপ সিংহ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সি এ আব্দুল মতিনসহ উপজেলার অন্যান্য অফিসার বৃন্দ ।
পোনা মাছ অবমুক্ত করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল বলেন, আমরা মাছে ভাতে বাঙালি আর এই বাংলার আনাচে কানাচে অনেক জলাশয় বর্ষাকালে কোন কাজেই ব্যবহার করা হয় না, যদি ওই জলাভূমি গুলোর মধ্যে মাছ চাষ করা যায় তাহলে বেকারত্ব দূর করে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া সম্ভব।