প্রকাশ সরকার সুমন।।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মিরপুরে তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন মিরপুর মডেল জোনের উদ্যোগে সোমবার দুপুরে শিয়াল বাড়ি বস্তিতে তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে এ খাবার বিতরণ করা হয়। প্রতি বছরই এ ফাউন্ডেশনের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহায় অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ ছাড়াও যেকোন দূর্যোগে অসহায় মানুষদের নানা ভাবে সাহায্য সহযোগীতা করে আসছে এ সংগঠনটি দীর্ঘদিন থেকে। তারই ধারাবাহিকতায় ঈদের দ্বিতীয় দিনে মিরপুর শিয়াল বাড়ি বস্তিতে তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করলো নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন মিরপুর মডেল জোন। ফাউন্ডেশনের ঢাকা জেলা এম্বাসেডর ও মডারেটর মেজবাহ উদ্দিন বলেন নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের নাম উচ্চারন যদি করি সর্ব প্রথমে যাকে স্মরন করতে হয় তিনি হলেন লক্ষ তরুন তরুনীদের স্বপ্নদ্রষ্টা প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যার। তারই অনুপ্রেরনায় এ সংগঠনের সদস্যগন বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত অসহায় মানুষদের দু:খ-কষ্ট লাঘবে নানা ভাবে সহযোগীতা করে আসছে। যা আগামী দিন গুলোতেও অব্যাহত থাকবে। মেজবাহ উদ্দিন আরও বলেন বর্তমানে এ সংগঠনে ৬৪ জেলা সহ ৫০টি দেশে পাঁচ লক্ষ চৌয়াল্লিশ হাজার চারশত চৌত্রিশ জন (৫৪৪৪৩৪) তরুন তরুনী নিরলসভাবে কাজ করছে। এ পর্যন্ত ১৭তম ব্যাচ শেষ হয়েছে এবং ১৮তম ব্যাচ চলমান রয়েছে। প্রতিটি ব্যাচ টানা ৯০ দিনব্যাপী উদ্যোক্তা তৈরী ও মূল্যবোধ চর্চায় অনলাইনে প্রশিক্ষন দেয়া হয়। মিরপুর মডেল জোনের জোন এম্বাসেডর নিরব আহমেদ বলেন মানবিক ও সামাজিক কাজের মাধ্যমে আত্মতৃপ্তি পাওয়া যায়। অসহায় মানুষদের সাহায্য সহযোগীতা করা আমাদের নৈতিক দায়িত্ব। অসহায় মানুষদের দু:খ কষ্ট লাঘবে সামাজিক সংগঠনগুলো ও সমাজের ধর্নাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসা উচিত। খাদ্য বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন হামিদা রহমান, জেসমিন জুই, নিরব আহমেদ, ইদ্রিস মুন্সি, আবিদা সুলতানা, লায়লা, রোখসানা, নাঈম ইসলাম, আতাউর রহমান বুলেট, পলি আক্তার লতা প্রমূখ।