অনলাইন ডেস্ক।।
বাংলাদেশ আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি’র সাথে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র নেতৃবৃন্দের বিশেষ বৈঠক অনুষ্ঠিত করা হয়।
গতকাল (১৯ জুন) রবিবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় সংসদের অফিস কক্ষে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি’র সাথে স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশেষ একটি যৌথ মিটিং এর আয়োজন করা হয়েছে।
জানাগেছে, বৈঠকে আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোচনা হয়।