মোঃ নাঈম হোসাইন,দশমিনা পটুয়াখালী:
পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় ২০ সেপ্টেম্বর মধ্যরাতে আকর্ষিক ঝড়ে চাম্বুল গাছ পরে কাটাখালীর হতদরিদ্র মনির গাজীর বসত ঘর ভেঙ্গে মুছরে যায়|দশমিনা উপজেলার কাটাখালী ০৯ ওয়ার্ডে বসবাস মনির গাজির,পেশায় ডে-লেবার । দিন আনে দিন খায় পুঁজি বলতে ছিলো একটি গরু । গরুটি বিক্রি করে একমাস আগে বসত ঘরটি নির্মান করেন । সেই বসত ঘরটি ২০ সেপ্টেম্বর রাত আনুমানিক ০৩.০০ ঘটিকার সময় আকর্ষিক ঝড়ে বসত ঘরের পূর্ব পাশে একটি চাম্বুল গাছ ঘরের উপর পরে ঘরটি ভেঙ্গে মুছরে যায় । ঐ সময় বসত ঘরে ছিলো স্ত্রী, পুত্র,কন্যা ও মনির গাজী নিজে । ঘরের উপর চাম্বুল গাছ পরায় পরিবারের কোন হতাহতের ঘটনা ঘটেনি ।
মনির গাজীর চোখে-মুখে হতাসার ছাপ । কন্ঠে নির্ভাক ভাষায় বলেন, আমি স্ত্রী সন্তান নিয়ে কোথায় যাবো,কে দেবে আশ্রয় । আমার এক মাত্র মাথা গোজার ঠাই বসত ঘরটি ঝড়ের কবলে চাম্বুল গাছ পরে ভেঙ্গে মুছরে যায় । আমার শেষ সম্বল ছিলো একটি গরু, গরুটি বিক্রি করে ঘরটি নির্মান করিছি কয়েক দিন আগে । দায় দেনায় বর্তমানে জর্জিত কি করবো ভেবে পাচ্ছিনা । কোথায় থাকবো স্ত্রী, কন্যা,পুত্র সন্তান নিয়ে । আমার এমন কোন সম্বল নেই যা বিক্রি করে আবার নতুন করে ঘর নির্মান করবো । মাননীয় এমপি মহোদয় এবং দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে আমার আকুল আবেদন মাথাগোজার ঠাই এবং স্ত্রী , পুত্র,কন্যা সন্তান দিয়ে একটি ছোট ঘর করে থাকতে পারি তাহার ব্যবস্তা করবেন