প্রকাশ সরকার সুমন।।
আওয়ামীলীগ সরকারের টানা ৩ মেয়াদের ৫১ তম বাজেটকে ‘গণমুখী, উন্নয়নমুখী ও জনবান্ধব’ আখ্যা দিয়ে বৃহস্পতিবার রাজধানীর ডেমরায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ডেমরা থানা আওয়ামী লীগ। এদিন বিকাল সাড়ে ৫টায় রাজধানীর কোনাপাড়ায় আওয়ামী লীগ-যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও যুব মহিলা লীগের নেতাকর্মীদের মাঝে ৫১ কেজি মিষ্টি বিতরণ করেছেন ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা বাবুল। এর আগে স্থানীয় মসজিদ ও মাদ্রাসার মুসল্লিদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল। এ সময় আরও উপস্থিত ছিলেন বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, ৬৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হানিফ তালুকদার, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম বাবু, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ অপু, নজরুল ইসলাম নিপু, বাঁশেরপুল ৫, ৬ ও ৭নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব কিরণ মানিক, মো. শামীম ও মোহাম্মদ হুমায়ুন প্রমূখ। এদিকে ডিএসসিসি’র ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পলিনের উদ্যোগে ওয়ার্ডের মসজিদগুলোতে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়। অপরদিকে একই দিনে ডিএসসিসি’র ৬৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কাজী খলিলুর রহমানের নেতৃত্বে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।