গাজীপুর প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে পৌর আওয়ামীলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৬ জুন) সোমবার সকাল ১১টার দিকে উপজেলার চান্দরায় অবস্থিত পৌর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচন সভা অনুষ্ঠিত হয়।
আলোচন সভায় কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর আলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি লোকমান হোসেন, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন সরকার, যুগ্ম সাধারন সম্পাদক সফিকুল ইসলাম বিদ্যুত, নিবার্হী সদস্য আমিরুল ইসলাম, এইচ এম শহিদুল ইসলাম, আব্দুল বারেক, সাঈদ সরকারসহ কালিয়াকৈর পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।