গাজীপুর প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে জমি সংক্রান্ত বিষয়ের জেরে বোয়ালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য ও প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে কৃষকলীগ নেতাকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কৃষকলীগ নেতা আবুল কাশেম বাদী কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কালিয়াকৈর উপজেলার জিএম পল্লী বাস স্টেশন নামক এলাকায় এই ঘটনা ঘটে। কৃষকলীগ নেতা আবুল কাশেম তার রেকর্ড জমির একপাশ দিয়ে রাস্তা দেয়ার কথা বললে তার উপরে অতর্কিত হামলা চালায়
উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে ইউপি সদস্য আলাল উদ্দিন (৫০) ও সোনাতলা গ্রামের চান মিয়ার ছেলে প্যানেল চেয়ারম্যান কাজী আলী হোসেন(৩০) এর নেতৃত্বে তাদের সহযোগীরা
কৃষকলীগ নেতা আবুল কাসেমকে লোহার রড দিয়ে রক্তাক্ত জখম করে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আবুল কাশেমকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান জানান, বিষয়টি আমি শুনেছি ঘটনাস্থলে যাব তারপরে সঠিক বিষয়টা বলতে পারব।