আন্তর্জাতিক ডেস্ক।।
লেগের সেমিফাইনাল শুরু হতে যাচ্ছে বাংলাদেশ সময় ২৭ এপ্রিল দিবাগত রাত ১ টায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও গতবারের রানার আপ ম্যানচেস্টার সিটি।ম্যাচটি অনুষ্ঠিত হবে ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে।
আর ওপর সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ২৮ এপ্রিল দিবাগত রাত ১ টায় স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল ও ইংলিশ ক্লাব লিভারপুলের মধ্যে।ম্যাচটি অনুষ্ঠিত হবে লিভারপুলের এনফিল্ডে।
লড়াইটা এবার স্পেন ও ইংল্যান্ডের মধ্যকার।ফলে হয়ে যেতে পারে অল ইংলিশ অথবা অল স্প্যানিশ ফাইনাল।
এবারের চ্যাম্পিয়নস লীগে অন্যতম ফেভারিট ও শক্তিশালী দল রিয়াল মাদ্রিদ।প্রতিটি ম্যাচেই দূর্দান্তভাবে খেলেছে সর্বোচ্চ চ্যাম্পিয়নস লীগ জয়ী দলটি।রিয়াল মাদ্রিদের শক্তির জায়গা কারিম বেনজেমা ও ভিনিসুয়াস এর অ্যাটাক,লুকা মদ্রিচের অ্যাসিস্ট।মাঝমাঠে কাসেমিরো,টনি ক্রুস,মিলিতাও চমৎকার খেলছে।
অপরদিকে ছেড়ে কথা বলবে না ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি।প্রতিটি খেলোয়াড় দারুণ ফর্মে আছে।গ্যাব্রিয়েল জেসুস,রিয়াদ মাহারেজ,ফিল ফোডেন,রাহিম স্টার্লিংকে নিয়ে সাজানো দল যেকোনো দলকে হারানোর মত যথেষ্ট আত্মবিশ্বাসী।গতবছর নিজেদের দেশের ক্লাব চেলসির কাছে শিরোপার খুব কাছে গিয়েও ধরতে না পারার আক্ষেপ এবার ঘোচাবে, সেই আশা নিয়ে লড়তে প্রস্তুত সিটিজেনরা।
ম্যান সিটি কোচ পেপ গার্দিওয়াল বলেন,আমরা টুর্নামেন্টের সেরা দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবো।যা মোটেই সহজ হবে না।এমন মূহুর্ত আসতে পারে যা মেনে নেয়া কষ্টকর হবে।
এদিকে ২০১৮ সালে শিরোপাধারী লিভারপুল সেরা সময় পার করছে।ইয়োর্গান ক্লপের অধীনে দারুণ ছন্দে আছে অল রেড।যেকোনো দলকে হারানোর ক্ষমত রাখে সালাহ,মানে, ফিরমিনহো, জোতারা।
তাদের বিপরীতে লড়বে বায়ার্ন মিউনিখকে বিদায় করে আসা স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল। ইউরোপা লীগ জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে ভিয়ারিয়াল।
লিভারপুল কোচ ইয়োর্গান ক্লপ বলেন,ভিয়ারিয়াল নিঃসন্দেহে শক্তিশালী দল।হোম এবং অ্যাওয়ে ম্যাচ তারা দুইভাবে খেলে।তাদেরকে হারানো কঠিন হবে।
কে দূর্বল, কে শক্তিশালী।তা দেখতে চোখ রাখুন রাত ১টায় টিভির পর্দায়।