শেখ সাখাওয়াত হোসেন, পাবনা থেকে।।
‘‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচী ১০ টাকা মূল্যের ৩০ কেজি চাউল বিতরণ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) সকালে ডিলার ফরহাদ আলীর কার্যালয়ে অষ্টমনিষা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সরকারের নির্দেশনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল ওয়াহেদ এ চাউল বিতরণের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, অষ্টমনিষা ইউপি চেয়ারম্যান সুলতানা জাহান বকুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মজির হোসেনসহ স্থানীয় গণমাধ্যম কর্মী বৃন্দ।
পরে সকাল ১০টার কিছু পরে ইউনিয়নের রূপসী ৫ নং ওয়ার্ডের ডিলার নুরুজ্জামানের কার্যালয়ে চাউল বিতরণের উদ্বোধন করেন ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হজরত আলী। এসময় বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগন উপস্থিত ছিলেন। জানা যায়, অষ্টমনিষা ইউনিয়নে মোট ৮৬৩টি পরিবার এ সরকারি সুবিধা পাচ্ছেন। অষ্টমনিষা ইউনিয়নের ৮৬৩টি পরিবারের মধ্যে ৫ নং ওয়ার্ড রূপসীতে নুরুজ্জামান ডিলারের মাধ্যমে ৪৩১জন এবং ৬নং ওয়ার্ডের ফরহাদ আলী ডিলারের মাধ্যমে ৪৩২জন হতদরিদ্রদের সোমবার, মঙ্গলবার ও বুধবার সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত এ চাউল বিতরণ করা হবে।