সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসাইন, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি ও দক্ষিণ এশীয় পিপলস ফোরামের উপদেষ্টা কমরেড বদরুল আলম, দক্ষিণ এশীয় পিপলস ফোরাম-বাংলাদেশের সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান,বাংলাদেশ শ্রমিক ফেডারেশন এর সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহারানে সুলতান বাহার, সাউথ এশিয়া পিপলস ফোরাম, বাংলাদেশ এর প্রচার সম্পাদক সাজ্জাদ সাজু, সাউথ এশিয়া ইয়ুথ ফোরাম, বাংলাদেশ এর আবদুল্লা আল হাদী মুন্না, সাগর হোসেন,জোবায়ের রায়হান, আমাদের পাঠ চক্র এর পরিচালক দিপু, বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান দিপু মীর প্রমূখ।
সভায় নেতৃবৃন্দ দক্ষিণ এশীয়ার একটি দেশ শ্রীলংকা আর্থিক সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এর জন্য বিশ্বব্যংক, আইএমএফ, এডিবিসহ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহ দায়ী। তারা শ্রীলঙ্কাকে দাতাদেশসমূহের স্বার্থে ঋণের জালে জর্জরিত করে দেউলিয়া দেশে পরিনত করেছে। ফলে চরম মূল্য দিতে হচ্ছে শ্রীলঙ্কার সাধারণ জনগণকে। জ্বালানি সংকট, খাদ্যাভাব, বেকারত্ব, মূল্যস্ফীতি চাপে সেখানকার জনজীবন বিপন্ন। নেতৃবৃন্দ সংকটগ্রস্ত সাধারণ মানুষের উপর সরকারী নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সমাবেশ হতে নিম্নোক্ত দাবীসমূহ তুলে ধরা হয়ঃ
শ্রীলংকার বর্তমান সংকটকাল জনগণের সাথে আমাদের সংহতি, শ্রীলংকার আন্তর্জাতিক ঋণ বাতিল করা এবং শ্রীলংকার সংকট মোকাবেলায় বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান” জানান।