শহিদুল ইসলাম,গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ধর্ষণ মামলা থেকে রেহাই পেতে ব্যানারে প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী’র ছবি ব্যবহার করে মানববন্ধন করেছে অভিযুক্ত ধর্ষকের পরিবার ও তার স্বজনরা।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাকে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী এস,এম জুবায়ের হিমেলের বিরুদ্ধে জনৈক তরুণীর দায়ের করা ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, মৌচাক ইউনিয়ন সংরক্ষিত মহিলা সদস্য শাহানাজ বেগম, অভিযুক্ত ছাত্রলীগ নেতার মা হোছনীয়ারা আক্তার ও আবদুল সাত্তার প্রমুখ।
অাওয়ামীলীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর ছবি ব্যনারে ব্যবহার করায় স্থানীয় নেতা কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
এ সময় ওই পরিবারের সদস্যসহ প্রায় ১ শতাধিক লোক অংশ নেয়।
উল্লেখ গত বুধবার রাতে এক তরুনী তার নিজ ফেসবুক আইডি থেকে লাইভে এসে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী এস এম জোবায়ের হিমেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার ধর্ষণ ও লক্ষাধিক টাকা দামের আইফোন আত্মসাৎ এর অভিযোগ করে। পরে সেই লাইভ সারাদেশ ব্যাপি খুব দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ বিষয়ে ওই তরুণী বৃহস্পতিবার দুপুরে আরেকটি ফেসবুক লাইভে এসে লাইভে এসে অভিযোগ করেন ওই তরুণীকে বার বার ছাত্রলীগ নেতার আত্মীয় স্বজন ও দলের নেতা কর্মীরা নানা হুমকি প্রদান করলে নিজেকে বাঁচাতে আত্মীয় স্বজনের বাসায় আশ্রয় নিন। ওই তরুণী ফেসবুক লাইভে ও কালিয়াকৈর থানায় একটি ধর্ষণ মামলার অভিযোগ দিলে নিরাপত্তাহীনতায় ভোগে। অবশেষে শুক্রবার রাতে কালিয়াকৈর থানায় মামলা রুজু করতে বাধ্য হয়।
এদিকে মামলার পর থেকেই অভিযুক্ত ছাত্রলীগ নেতা হিমেল পলাতক রয়েছে।