আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ৮নং ভাতগ্রাম ইউনিয়নে টিসিবি’র পণ্য নিতে নারী পুরুষের ভীড়। চৈত্রের প্রখর রোদ উপেক্ষা করে ও ভ্যাপসা গরম সহ্য করে মানুষজন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে টিসিবির ৫৬০/-টাকার বিনিময়ে ২কেজি মশুর ডাল,২ কেজি চিনি,২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি ছোলা/বুট সংগ্রহ করতে দেখা যায়।
রবিবার (১০ এপ্রিল) ওই ইউনিয়নের ভাতগ্রাম হাইস্কুল এন্ড কলেজ মাঠ থেকে এসব পণ্য সামগ্রী সুষ্ঠুভাবে বিতরণ করছেন মেসার্স সাইফুল ইসলাম ট্রেডার্স এর ডিলার। আজ ওই ইউনিয়নে ১ হাজার জন মানুষের মাঝে এসব খাদ্য পণ্য বিক্রি করা হয়।
সার্বিক সহযোগিতায় ও পর্যবেক্ষণে ছিলেন ৮নং ভাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ মাহফুজার রহমান মাফু। এছাড়া কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ও শান্তি শৃঙ্খলা ওই ইউনিয়নের গ্রাম পুলিশদেরও সহযোগিতা করতে যায়।
শ্রমজীবী লোকজন জানান, এসব পণ্য ক্রয় করে তারা অনেকটা সাশ্রয় হচ্ছে।