আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৭নং পবনাপুর ইউনিয়নের “পবনাপুর দক্ষিণ পাড়া আদর্শ নূরাণী হাফিজিয়া মাদ্রাসার” শিক্ষক মুরসালিন ওরফে সাগর কর্তৃক সম্প্রতি ওই মাদ্রাসার শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে।
বিষয়টি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে মৌখিকভাবে জানালেও কোনো সুরাহা মেলেনি।
এদিকে শিক্ষক মুরসালিন,ওরফে সাগর এ ঘটনার পর থেকে পলাতক বা লাপাত্তা হয়েছে। মুরসালিনের প্রভাবশালী বাবা হাফেজ মুহাম্মদ মাহমুদুল হাসান ওই মাদ্রাসার পরিচালক হওয়ায় ছেলেকে বাঁচাতে মোটা অংকের নগদ নারায়ণের বিনিময়ে এবং বিষয়টা ভিন্ন খাতে প্রবাহের অপচেষ্টায় রফাদফার নাটক সাজিয়েছেন। তবে সরেজমিনে ওই মাদ্রাসায় যেয়েও অভিযুক্ত শিক্ষক মুরসালিন ওরফে সাগর ও তার বাবা মাদ্রাসা পরিচালক মাহমুদুল হাসান এর সাক্ষাৎ পাওয়া যায়নি। পরিচালকের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বাইরে ব্যস্ত আছেন এবং পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।
আর এই ঘটনার পর ওই শিশু শিক্ষার্থীকে তারন অভিভাবক অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাবেন বলে শিশুটিকে বাড়ি নিয়ে গেছেন।
বিষয়টি নিয়েএলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন শান্তিপ্রিয় সচেতন এলাকাবাসী।