আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহীবাস চেকিংকালে হানিফ পরিবহন হতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী তানভীর সোহেল গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে প্রকাশ,এসআই মামুনুর রশিদ এর নেতৃত্বে সিপাহী এনামুল হক,মাহবুবুর রহমান ও মোঃ মসফেকুর ঢাকা রংপুর মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালায়। এসময় ২ এপ্রিল শনিবার বিকেল পৌনে ৪ দিকে কুড়িগ্রাম টু ঢাকাগামী যাত্রীবাহী বাস হানিফ পরিবহন (যাহার রেজি নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৬৮৭৯) বাসটি থামিয়ে তল্লাশি চালায়।
তল্লাশিকালে মাদক ব্যবসায়ী সোহেল তানভির (২৫) এর হেফাজতে থাকা একটি কালো রংয়ের ব্যাগের ভিতর পলিথিনে মোড়ানো কস্ট টেপ দ্বারা বিশেষভাবে বাঁধানো অবস্থায় দুইটি পৃথক পোটলায় ১ কেজি গাঁজা উদ্ধার সহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সোহেল তানভির (২৫) কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের চরপাড়া চারমাথা এলাকার মোহাম্মদ আলী ও ফাতেমা বেগমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান,এঘটনায় গ্রেফতারকৃত মাদককারবারির বিরুদ্ধে পলাশবাড়ী থানার মামলা নং-০৩, তারিখ-০২/০৪/২০২২, ধারা-৩৬(১)এর ১৯(ক)/৪১ রুজু করা হয়েছে।