ডেমরা (যাত্রাবাড়ি) প্রতিনিধি :
আদর্শ শিশু শিক্ষা নিকেতন এন্ড উচ্চ বিদ্যালয়ের ৩০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পূরস্কার বিতরনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গত সোমবার দিনব্যাপী ডেমরার নড়াইবাগ বালুর মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী শোয়াইব শান্ত’র সভাপতিত্বে এবং এশিয়ান টেলিভিশনের সিনিয়র সাংবাদিক শহীদুল্লাহ গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাফিক ওয়ারী বিভাগের টিআই বিপ্লব ভৌমিক, ডেমরা থানা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এম, এ সিদ্দিক মিয়া, এন, আর বিসি ব্যাংকের নির্বাহী অফিসার মো: মিরাজ সরদার। অনুষ্ঠান উদ্বোধন করেন হাজী আব্দুল লতিফ ভূইয়া ডিগ্রি কলেজের দাতা সদস্য এস,এম, আবু তাহের মিয়াজী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আরিফুর রহমান সুমন। বক্তব্য শেষে ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পূরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠন।