ডেমরা প্রতিনিধি:
মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ৬৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ রবিবার বিকেলে ৬৭নং ওয়ার্ডের পশ্চিম বক্সনগর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ¦ আব্দুল আজিজ প্রধানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা ৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু এমপি। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ¦ মো: সামসুদ্দিন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিএসসিসি”র ৬৮নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ মাহমুদুল হাসান পলিন, সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ¦ জয়নাল আবেদীন হাজারী, ৪নং ইউনিটের সাধারন সম্পাদক সাইফুদ্দিন মানিক সাহাবুদ্দিন, আসাফো ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মিজানুর রহমান মিজান, ৩নং ইউনিটের সহ-সভাপতি রাসেল বক্স, ৬৭,৬৮,৬৯নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর হোসনে আরা শাহীন, বিনিময় ও ক্রিয়েটিভ স্কুল ইউনিটের সহ-সভাপতি সৈয়দ মিজানুর রহমান মিজু, ডেমরা থানা মহিলা আওয়ামী লীগ নেত্রী রাশিদা আক্তার শান্তা। ৬৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো: ফয়সাল ভূইয়া, জাহাঙ্গীর আলম ও মো: মহসিন এর পরিচালনায় এ সময়ে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সৈকত, রাকিব, শরিফুল, আকরাম, সাব্বির, নাদিম, আসিফ, পারভেজ, নজরুল, মায়া প্রমূখ। সভায় প্রধান অতিথি ঢাকা ৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু (এমপি) বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশের বীর সন্তানেরা দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাঙ্গালী জাতিকে উপহার দিয়েছেন একটি লাল সবুজের পতাকা, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বাঙ্গালী জাতি গভীর শ্রদ্ধায় সে সকল বীর সন্তানদের চিরদিন স্মরন রাখবে। তিনি বলেন আমরাই একমাত্র বীরের জাতি, যে জাতি মায়ের ভাষা রক্ষার্থে বুকে তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন। তিনি আরও বলেন বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে জননেত্রী শেখ হাসিনা দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।