শাহ আলম ইসলাম নিতুল:
শ্রীনগরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার দুপুর সারে ১২ টার দিকে উপজেলার শ্রীনগর পাইলট স্কুল এ- কলেজ অডিটরিয়ামে এ সম্মেল অনুষ্ঠিত হয়। এ সময় শ্রী তাপস কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্রী সাগর হালদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা পূজা উদ্জাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী সমর কুমার ঘোষ। প্রধান বক্তা ছিলেন, মুন্সীগঞ্জ জেলা পূজা উদ্জাপন পরিষদের সাধরণ সম্পাদক নবীন কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী অজয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক শ্রী সুবীর চক্রবর্তী, জেলা পূজা উদজাপন পরিষদের সিনিয়র সহ সভাপতি শ্রী অভিজিৎ দাস ববি, শ্রী বলরাম বাহাদুর, শ্রী বিমল পাল, শ্রী বিমল দাস, শ্রীনগর উপজেলা শ্রী শ্রী অনন্তদেব মন্দিরের সভাপতি শ্রী স্বপন মদোক, বিশিষ্ট কম্পিউটার ব্যবসায়ী ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার শ্রী সুভ্রত সরকারসহ জেলার বিভিন্ন উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পুজা উদ্জাপন পরিষদের নেতৃবিন্দ। সম্মেলন শেষে শ্রীনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি হিসেবে শ্রী স্বপন রায় ও সাধারণ সম্পাদক হিসেবে তাপস কুমার দাসকে ও উপজেলা পুজা উদজাপন পরিষদের সভাপতি স্বপন মদোক ও সাধারণ সম্পাদক হিসেবে শ্রী অধীর দত্তর নাম ঘোষনা করা হয়।