নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ‘বিআইডব্লিউটিএ’ সামনে বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের অঙ্গ সংগঠন ‘বিআইডব্লিউটিএ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ইউনিট’ মানববন্ধন করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বরিশাল শাখার আহ্বায়ক ও সদস্য-সচিব কাউসার আহমেদ, সদরঘাট শাখার আহ্বায়ক ও সদস্য-সচিব আজিজুর রহমান, নারায়নগঞ্জ শাখার আহ্বায়ক এবিএম রাশিদুল হাসান, আব্দুর রাজ্জাক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিআইডব্লিউটিএ’র প্রধান কার্যালয়ে অবস্থিত মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে স্বাধীনতা বিরোধী একটি চক্র। মিথ্যা অপপ্রচার, ভুঁইফোড় সংগঠন আখ্যা দিয়ে মুক্তিযোদ্ধা সন্তানদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র, মিথ্যাচার, কুৎসা রটানো ও বানোয়াট তথ্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশসহ নানা রকম ষড়যন্ত্রসহ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ‘বিআইডব্লিউটিএ’কে এর সাথে জড়িয়ে নানা রকমের অপপ্রচার চালানো হচ্ছে।
বক্তারা বলেন, যারা মুক্তিযোদ্ধার সন্তানদের প্রাণের সংগঠনকে ভুঁইফোড় সংগঠন বলে আখ্যা দিচ্ছে তারা আসলে আমাদের সোনার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে রুখতে এরা এখনো দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত। বিআইডব্লিউটিএ’তেও যে তাদের কার্যক্রম বিদ্যমান তার প্রমাণ পাওয়া যাচ্ছে বলে জানান।
বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে উল্লেখ করে বক্তারা আরো বলেন, বিআইডব্লিউটিএ’র একটি কক্ষ জবরদখল করে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব এবং বিআইডব্লিউটিএ’র সিবিএ’র যুগ্ম-সাধারণ সম্পাদক, বন্দর ও পরিবহন বিভাগের সহকারী (টাস্কফোর্স) নাজমুল হুদা সংগঠনটি পরিচালনা করছেন, যা একবারেই অবাস্তব ও ভিত্তিহীন।
বিআইডব্লিউটিএ সরকারের একটি গুরুত্বপূর্ণ অধিদপ্তর। এখানে কক্ষ জবরদখল করার কোনো সুযোগ নাই। প্রকৃত ঘটনা হচ্ছে, বিআইডব্লিউটিএ’র ৪র্থ তলায় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের নামে একটি কক্ষ বরাদ্ধ ছিলো। এখান থেকে বিআইডব্লিউটিএ’তে কর্মরত বীর মুক্তিযোদ্ধারা সাংগঠনিক কার্যক্রম চালাতেন। যাদের মধ্যে একজন সাবেক সচিবসহ অনেক উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন বলে জানান।
এসময় ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ বিআইডব্লিউটিএ’র কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য-সচিবসহ অন্যান্য নেত্রীবৃন্দ বক্তব্য রাখেন।