রাকিবুল ইসলাম, রাজবাড়ী থেকে:
রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ময়দানে অবস্থিত।১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদ হওয়া ভাষা শহীদদের সম্মানার্থে এই শহীদ মিনার নির্মাণ করা হয়েছে।প্রতি বছরের ন্যায় ভাষা শহীদদের কথা আমাদের মনে পড়ে,তাদের জন্য ভালোবাসা বেড়ে যায়।তাদের নিয়ে গান,কবিতা,পুষ্প অর্পণ আরো কত লোক দেখানো কার্যক্রম করি আমরা যেন রফিক, জব্বার ও বরকতসহ আরও বাংলার বীর দামাল ছেলেরা ছিলো আমাদের আপন ভাইয়েরই মত।তাইতো আমরা গেয়ে উঠি ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি,।
কিন্তু বছরের অন্যান্য দিনগুলোতে জুতা পায়ে শহীদদের বুকের ওপর পাড়া দিয়ে তরূণ-তরূণী,বন্ধু-বান্ধব,বৃদ্ধ-যুবক সব বয়সি মানুষ পার্কের বেঞ্চ ভেবে অবস্থান নেয় এই শহীদ মিনারের উপর।
এতে পড়ে থাকে বাদামের খোসা,পলিথিন,কাগজের টুকরো ও পায়ের ধুলা বালুসহ ময়লা আবর্জনা।কিন্তু একই জায়গায় ২১শে ফেব্রুয়ারিতে পড়ে থাকে দামী দামী সব ফুলের ডালা।
সেক্ষেত্রে মিডিয়া টেলিভিশনের পর্দায় দেখা যায় ২১শে ফেব্রুয়ারিকে ঘিরে ২০ কোটি টাকার ফুল বিক্রি সারাদেশে।
কিন্তু আমরা কত বিচিত্র!যেখানে বছরে একদিন ফুল দিয়ে স্মরণ করি,আবার একই স্থানে জুতা দিয়ে পায়ের ধুলা দিয়ে পিষ্ঠ করি।কবে বন্ধ হবে এই লোক দেখানো সম্মান আর শ্রদ্ধা?