আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের প্রখ্যাত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর ৯২ বছর বয়সে রোববার সকাল ৮টা ১২ মিনিটে মধ্য মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন।
সাত দশক ধরে দর্শক ও সমালোচক হৃদয় তৃপ্ত করে চলা ভারতীয় সংগীতের এই জীবন্ত কিংবদন্তি ১৯২৯ সালে ভারতের ইন্দোরে জন্মেছিলেন। কিন্তু তাঁর সংগীত ভারত ছাপিয়ে তাঁকে পৌঁছে দিয়েছে বিশ্বসংগীতের দরবারে। কোকিলকণ্ঠী এ গায়িকা ৫০ বছরেরও বেশি সময় ধরে উপমহাদেশের সবচেয়ে প্রতিযোগিতাময় মিউজিক ইন্ডাস্ট্রিতে রয়েছেন প্রতিদ্বন্দ্বীহীন এক সুরসম্রাজ্ঞী হয়ে!বাংলাসহ ৩৬টি ভাষায় ৭,৫০০ গানে কণ্ঠ দেন তিনি।
এই কিংবদন্তির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে জাতীয় মানবাধিকার সমিতি।