আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধার পলাশবাড়ীর মহদীপুর ইউনিয়নের আশামনি খাতুন নামে ৮ম শ্রেণীর এক ছাত্রী হারিয়েছে।
আশামনি পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর গ্রামের আশরাফুল ইসলাম ও রুবিনা বেগম দম্পতির কন্যা।
ওই ছাত্রী আমলাগাছী ডি ইউ বালিকা উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত ৷তাঁর উচ্চতা ৫’ ফিট,গায়ের রং শ্যামলা এবং গায়ের গড়ন হালকা পাতলা। তাঁর জন্ম তারিখ- ১-১-২০১০ ইং।হারিয়ে যাওয়ার সময় তাঁর পড়নে ছিলো কলিজা রংয়ের বোরখা ৷
এ ব্যাপারে পলাশবাড়ী থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়েছে ৷ জিডি নং-১৪৫৪
তারিখ- ৩১-৭-২৩।
উল্লেখ্য,গত ২৯ জুলাই শনিবার সকালে স্কুলের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে সে আর বাসায় ফেরেনি।
কোন সহৃদয়বান ব্যক্তি আশামনির সন্ধান পেলে তাঁর পিতা আশরাফুল ইসলাম ০১৯১৬-৮৪০৮১২ এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন।