নিজস্ব প্রতিবেদক♦♦
মুন্সিগঞ্জে র্যাবের অভিযান পরিচালনা কালে বিপুল পরিমান ৪২১৫ বোতল রেকটিফাইড স্প্রিড এ্যালকোহলসহ ৭ জন মাদক বহনকারীকে গ্রেফতার করা হয়।
গত বুধবার (৫ জুন) র্যাব-১১’র নারায়ণগঞ্জের একটি চৌকস টিম সদর থানাধীন মুন্সিগঞ্জ বাজারে গদা ঘোষ দ্বিতীয় তলা বিল্ডিংয়ের নীচ তলায় মেসার্স মুন্সিগঞ্জ হোমিও হল প্রোঃ ডাঃ মোঃ হুমায়ুন কবির, সদর রোড, মুন্সিগঞ্জ এর দোকান ঘর এবং একই বিল্ডিং এর দ্বিতীয় তলায় দক্ষিন-পশ্চিম কর্ণারের সিড়ি সংলগ্ন গোডাউন হতে অবৈধ মাদকদ্রব্য (৪২১৫ বোতল) এ্যালকোহল জব্দ সহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
পেশাদার ব্যবসায়ীরা হলো- ছোট মাদক ব্যবসায়ী ১। মোঃ জাহাঙ্গীর হোসেন(৪৬), পিতা- মৃত আব্দুর রাজ্জাক ,মাতা- মৃত জাহানারা বেগম, সাং- আট ল²ীগঞ্জ ৩নং ওয়ার্ড, থানা- সদর, জেলা- মুন্সিগঞ্জ, ২। মোঃ মনির হোসেন (৩০), পিতা- মৃত মোজাফ্ফর মাঝি, মাতা- লালমতি বেগম, সাং- লোহারপুল (৭নং ওয়ার্ড), থানা- সদর, জেলা- মুন্সিগঞ্জ, ৩। মোঃ সুমন মোল্লা (২২), পিতা- মোঃ মিনাল মোল্লা, মাতা- মোছাঃ পারুল বেগম, সাং- টরকী, থানা- সদর, জেলা- মুন্সিগঞ্জ, ৪। মোঃ শাহাবুদ্দিন ঢালী (৩৭), পিতা- মৃত শামছুদ্দিন ঢালী, মাতা- মৃত মেহেরুন্নেছা, সাং-ভুট্টা চার্জেরবাগ, (২নং ওয়ার্ড), থানা- সদর, জেলা- মুন্সিগঞ্জ, ৫। মোঃ সোহাগ রানা (৩৫), পিতা- মোঃ শরিয়তউল্লাহ, মাতা- মোছাঃ পারুল বেগম, সাং- দক্ষিণ ইসলামপুর (৮নং ওয়ার্ড), থানা- সদর, জেলা- মুন্সিগঞ্জ, ৬। মোঃ আশিক (২৬), পিতা- মোঃ আজিম, মাতা- মৃত সালেহা বেগম, সাং- উত্তর কোর্টগাঁও, থানা- সদর, জেলা- মুন্সিগঞ্জ ও ৭। মোঃ তাজুল ইসলাম (৫৬), পিতা- মৃত ছমিত মিজি, মাতা- মৃত জোহরা বেগম, স্থায়ী সাং- উত্তর চর আবাবিল (১নং ওয়ার্ড), থানা-রায়পুর, জেলা-লক্ষীপুর, এ/পি সাং- জুগনীঘাট (৮নং ওয়ার্ড), থানা- সদর, জেলা- মুন্সিগঞ্জ”দের গ্রেফতার করে।
এবিষয়ে অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদে জানাগেছে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত সদস্যরা পারস্পারিক যোগসাজসে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য এ্যালকোহল সহ হোমিও প্যাথিক ঔষধের আড়ালে অবৈধ রেকটিফাইড স্প্রিড নেশা জাত দ্রব্য দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে বিক্রি করে আসছিল।
এবিষয়ে র্যাব-১১’র একটি বার্তা কক্ষ থেকে সকালের কাগজকে জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।