নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য একেএম শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের ৩৩তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও কেক কেটে জন্মদিন পালন করা হয়৷
শনিবার (২১ নভেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি নাসিম মাহমুদ তপনের উদ্যোগে জন্মদিনের কেক কাটার মাধ্যমে এ আয়োজন করা হয়।এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সহ- সম্পাদক দ্বীন ইসলাম ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ ।
জন্মদিন উপলক্ষে নাসিম মাহমুদ তপন বলেন,তারুণ্যের অহংকার হলেন অয়ন ওসমান। পুরো নারায়ণগঞ্জ জেলার সকল ছাত্র সমাজের অভিভাবক তিনি।তার শুভ জন্মদিনে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।অবশেষে অয়ন ওসমান এবং তার পরিবারের শুভকামনায় শুভ হোক তার জন্মদিন ।
উল্লেখ্য এই যে,১৯৮৭ সালের এই দিনে একেএম শামীম ওসমান ও লিপি ওসমানের সংসারে জন্ম হয় অয়ন ওসমানের।