নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৭ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় মারা গিয়েছিল ৪৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে মারা গেলেন ৪ হাজার ১৭৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ২১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার আজ সর্বনিম্ন। ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলে পরীক্ষা হিসেবে শনাক্তের হার ১৬ দশমিক ০৯ শতাংশ। আজকে পর্যন্ত শনাক্ত ৩ লাখ ৬ হাজার ৭৯৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৩৭৮ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ লাখ ৯৬ হাজার ৮৩৬।