নিজস্ব প্রতিবেদক।।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও বনানী কবরস্থানে সকল শহীদদের সমাধিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন।
আজ (১৫ আগস্ট) সোমবার সকাল সাড়ে ৭ টায় ধানমন্ডি ৩২ নম্বরস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতিতে এ শ্রদ্ধা নিবেদনে অংশ নেওয়া হয়।
ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার স্মরণে দিন ব্যাপী এ অনুষ্ঠানটি পালিত করা হয়েছে।
এসময় সংগঠনের স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ কমিটির আহবায়ক সংগঠনের সহ সভাপতি কাজী শহিদুল্লাহ লিটন ও সদস্য সচিব সংগঠনের সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা’র নেতৃত্বে ১১ টি টিমে তিন শতাধিক স্বেচ্ছাসেবক ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরের বিভিন্ন পয়েন্টে সকাল ৬ টা থেকে শৃঙ্খলার দায়িত্ব পালন করেছেন।