নিজস্ব প্রতিবেদকঃ
আগামীকাল রবিবার ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্য ‘জাতীয় স্বাধীনতা পার্টি’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পার্টির চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজুর নেতৃত্বে সকাল ১০ টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে ৩২ নম্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে।
এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় স্বাধীনতা পার্টি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে চট্টগ্রাম মহানগরের সভাপতি সুজিত সরকার ও সাধারণ সম্পাদক সজল মজুমদারের নেতৃত্বে সকাল ৯:৩০ টায় শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।
শোক দিবস উপলক্ষ্যে জাতীয় স্বাধীনতা পার্টি ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে ঝিনাইদহ শহরের মুজিব চত্বরে সকাল ১০ টায় জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিলনের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটি আফসর কমপ্লেক্সে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়াও খুলনা, সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায় জাতীয় স্বাধীনতা পার্টির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।