নিজস্ব প্রতিবেদকঃ
আগস্ট মাস বাঙালি জাতির জন্য অত্যন্ত বেদনার মাস,১৯৭৫ সালের ১৫ আগষ্ট দিনের প্রথম সূর্য রশ্মি ধানমন্ডি লেকের পানিকে উজ্জ্বল করার আগেই কাক ডাকা ভোরে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী চক্র পৃথিবীর ইতিহাসে বর্বোরচিত নৃশংস হত্যাকান্ড সংঘটিত করে। ঘাতকের নির্মম বুলেটে শাহাদাত বরণ করেন বাঙালির হাজার বছরের কাঙ্খিত পুরুষ, বাঙালি জাতি রাষ্ট্রের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, জাতির পিতার সহোদর ভাই মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের, আধুনিক ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ জামাল, শিশু শেখ রাসেল, পুত্র বধু সুলতানা কামাল, রোজী জামাল, কৃষক নেতা আবদুর রব সেরনিয়াবাত, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, যুবলীগের প্রতিষ্ঠাতা, জাতির পিতার ভাগ্নে শহীদ শেখ ফজলুল হক মনিও তাঁর অন্তঃস্বত্ত্বা স্ত্রী বেগম আরজু মনি,কন্যা শিশু বেবী সেরনিয়াবাত, শিশু আরিফ সেরনিয়াবাত, শিশু সুকান্ত সেরনিয়াবাত, শহীদ সেরনিয়াবাত, রিন্টু, কর্ণেল জামিল সহ আত্মীয় স্বজন। খুনীচক্র ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে হত্যা করে জাতির পিতার বিশ্বস্ত সহচর, চার জাতীয় নেতা, সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, ও কামরুজ্জামান কে! সেদিনের নিহত সকল শহীদদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ ১১ আগষ্ট বেলা ১১ টায় রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি ভবন অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জননেতা ওবায়দুল কাদের এমপি। তিনি বলেছেন, আগস্ট মাস আসলেই ভয়ে থাকি, কারণ এ সময় ষড়যন্ত্রকারীরা ওঁৎ পেতে থাকে। পঁচাত্তরের ১৫ আগস্টে জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে শুরু, তারপর একাধিকবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরও হামলা চালানো হয়েছে। বাতাসে এখনও ষড়যন্ত্রের গন্ধ পাই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা আবদুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জননেতা একেএম আফজালুর রহমান বাবু। আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি জননেতা মজিবুর রহমান স্বপন, আব্দুল আলিম বেপারী, কৃষিবিদ আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোল্লা, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন প্রমুখ। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় ও মহানগর উত্তর দক্ষিণের বিপুল সংখ্যক নেতাকর্মী।