নিজস্ব প্রতিবেদক।।
১৫ আগস্ট মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধুর দিন। ১৯৭৫ সালের এ দিনে প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ইতিহাসে এক কালো অধ্যায়ের সূচনা করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
সোমবার (১৫ আগস্ট) জাতীয় সংসদ ভবনের দক্ষিন প্লাজা বকুল তলা গেইট সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবাষির্কী উপলক্ষে বাংলাদেশ বন্ধু সমাজ আয়োজিত গণ মোনাজাতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু মেখ মুজিবুর রমানের স্বপ্নের সোনার বাংলা এখন লুটেরাদের হাতে ক্ষত-বিক্ষত। ডলার সংকট, জ্বালানি সংকট, কুইক রেন্টাল আর দ্রব্যমূল্য নিয়ে অসহায় সাধারণ মানুষ। মন্ত্রীদের ভারসাম্যহীন অতিকথন জনগনকে আরো বেশী হতাশ করে তুলছে। বঙ্গবন্ধুর অসামাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করতে হলে যে জাতীয় ঐক্যের প্রয়োজন অদৃশ্য শক্তির কারণে আজও তা প্রতিষ্ঠিত হয় না।
তিনি আরো বলেন, আমাদের সমাজের সকল ক্ষেত্রেই ঘটেছে অনেক অনেক। সেখান থেকে ফিরতে হবে। সরকারকে কঠোর হতে হবে। দুর্নীতিবাজদের কোনোভাবেই ক্ষমা করা উচিত হবে না। দেশ থেকে অর্থপাচার বন্ধ করতে হবে। দেশে ও দলে শুদ্ধি অভিযান এখন সময়ের দাবি। সরকার নাকি ভয়ের সংস্কৃতি চালু রেখেছে- সেই অভিযোগ খণ্ডন করতে সব ধরনের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ বন্ধু সমাজের সভাপতি এফ. আহমেদ খান রাজীবের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন নাগরিক ভাবনার আহ্বায়ক হাবিবুর রহমান, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ ন্যাপ সাংগঠনিক সম্পাদক মিতা রহমান, কমবাইন্ড হিউমেন রাইটস ওয়ার্ড সভাপতি এম এ সোহেল আহমেদ মৃধা, আলহাজ্ব ড. শরিফ সাকি, এস এম ফারুক হোসেন, জি এম আমানুল্লাহ, অধ্যাপক ড. শহীদ মঞ্জু প্রমুখ।