নিজস্ব প্রতিবেদক:
আগামী (১লা জুন) মঙ্গলবার বেলা ১১ টায় তোপখানা রোডস্থ জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির উদ্যোগে সংবাদপত্র জগতের পথিকৃৎ, স্বাধীন বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে “মহান স্বাধীনতা সংগ্রাম : তফাজ্জল হোসেন মানিক মিয়া ও দৈনিক ইত্তেফাক এর ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। সভাপতিত্ব করবেন স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক এস. এম. জামাল উদ্দিন। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিভিন্ন সংবাদপত্রের নেতৃস্থানীয় সম্পাদক, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, আইনজীবী ও পেশাজীবী নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। ঐ দিন যথা সময়ে সকলকে উপস্থিত থাকার জন্য স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির পক্ষ থেকে সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।