মো. আবু রায়হান চৌধুরী:
কুমিল্লার হোমনা উপজেলা কৃষক লীগের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক (সন্মেলন প্রস্তুতি) কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির কুমিল্লা উত্তর জেলা সন্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক পার্থ সারথি দত্ত ও যুগ্ন-আহ্বায়ক জাহাঙ্গীর আলম দলীয় প্যাডে স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন দেয়া হয়। এতে মো. মনির হোসেন সওদাগর কে আহ্বায়ক, মো. দুলাল মিয়া যুগ্ন আহবায়ক, মো. মাইনউদ্দিন যুগ্ন আহবায়ক ও এইচ এম রাশেদ কে যুগ্ন আহবায়ক করে উপজেলা কৃষক লীগের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক (সন্মেলন প্রস্তুতি) কমিটি ঘোষণা করা হয়। গতকাল ১১ই মে মঙ্গলবার সকালে কুমিল্লা -২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি’র হাত হতে জেলা কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে কমিটির অনুমোদন পত্রটি গ্রহণ করেন উপজেলা কৃষক লীগ নেতৃবৃন্দ। পরে সংগঠনটির পক্ষ থেকে সংসদ সদস্য কে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন নেতৃবৃন্দ। উক্ত কমিটিতে মো. তাইজুল ইসলাম, মো. আলাউদ্দিন,মো. রমজান মিয়া, মো. ইদ্রিস সওদাগর, মো. মোশারফসহ সর্বমোট ১৭ জনকে সদস্য করা হয়। কমিটির অনুমোদন পত্রটি গ্রহণ করার সময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা কৃষকলীগের আহবায়ক হাজী শাহ আলম, হোমনা উপজেলা কৃষক লীগের সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. মনির হোসেন সওদাগর,যুগ্ন আহবায়ক মো. দুলাল মিয়া, যুগ্ন আহবায়ক মো. মাইনউদ্দিন ও যুগ্ন আহবায়ক এইচ এম রাশেদ, সদস্য মো. মোশারফ প্রমুখসহ আরো অনেকে। আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিন (৩ মাসের) মধ্যে সব ইউনিয়ন/পৌর/ শাখার সম্মেলন শেষ করে কাউন্সিলের মাধ্যমে উপজেলা কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।