শরীয়তপুর প্রতিনিধি♦♦
খুলনা জেলায় চাকুরীরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে খুলনার একটি হাসপাতালে গত ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে হেদায়েত হোসেন বাবলু খান মৃত্যু বরন করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল আনুমানিক (৫৬) বছর। হেদায়েত হোসেন বাবলু খান তাঁর কর্মস্থল, গ্রামের মানুষ ও আত্বীয়-স্বজনের কাছে একজন সদা হাস্যেজ্জল মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর পিতা মরহুম আব্দুর রশিদ খান। গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের দশমন তারা গ্রামে। তারা দীর্ঘদিন ধরে স্বপরিবারে জেলার সদর পৌরসভার ৭ নং ওয়ার্ডে পূর্ব ধানুকা গ্রামে বসবাস আসছিলেন। মরহুম বাবলু খান চার ভাই এক বোনের মধ্যে সবার বড় ছিলেন।
মৃত্যুকালে তিনি এক মেয়ে এক ছেলে, তিন ভাই, এক বোন, মা, আত্বীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ (৯ ফেব্রুয়ারি) শুক্রবার বাদ আসর পূর্ব ধানুকা কলোনি মাঠে জানাজা শেষে তাঁর গ্রামের বাড়ি নিয়ে যাওয়ার কথা রয়েছে, সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানাগেছে। এর আগে রাষ্ট্রীয় ভাবে খুলনা পুলিশ লাইন্সে প্রথম জানাজার নামাজ আদায় করা হয়েছে।