নিজস্ব প্রতিবেদকঃ
হিউম্যান ইয়ুথ সোসাইটি একটি মানবিক সংগঠন। মানবতার লক্ষ্যেই কাজ করা এই সংগঠন টির একটি অংশ হচ্ছে ছিন্নমূল পথশিশুদের পাশে দাঁড়ানো। তারই ধারাবাহিকতায় বুধবার দুপুর ১ টায় রেলওয়ে প্লাটফর্ম-এর শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন, ফেনী রেলওয়ে পুলিশের ইনচার্জ জনাব সাইফুল ইসলাম, ফায়ার সার্ভিস এর পক্ষে জনাব মোঃ এনায়েত, হিউম্যান ইয়ুথ সোসাইটির পক্ষে সভাপতি মুজাহিদুল ইসলাম জাবের, অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব রবিউল হোসেন চৌধুরী,প্রোগ্রাম সহযোগী সমন্বয়ক তানভীর হামজা মিয়াজি, রাজু,আদনার, সম্রাট, নুর হোসেইন,এডভোকেট জাহান, আরও অনেকে উপস্থিত ছিলেন, এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের সকল সদস্যবৃন্দ। বক্তব্যকালে রেলওয়ে পুলিশের ইনচার্জ সংগঠনের সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে এই কার্যক্রম আরও যথারীতি বাড়িয়ে নেওয়ার পরামর্শ দেন। ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে মোঃ এনায়েত বলেন, ফায়ার সার্ভিসের কাজ হল দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানো। যা কিনা একটি সামাজিক কাজ। হিউম্যান ইয়ুথ সোসাইটির আয়োজনে শামিল হতে পেরে আমরা নিজেকে আনন্দিত মনে করছি। এবং সব সময় পাশে থাকার আশ্বাস দেন এই কর্মকর্তা। সংগঠনের পক্ষে মুজাহিদুল ইসলাম জাবের বলেন, ফেনী থেকে জন্ম নেওয়া এই সংগঠনটি এখন দেশের অনেক জেলায় কাজ করছে। আমাদের এই সংগঠনটি প্রথমে জাতীয়করণ, তারপর আন্তর্জাতিকভাবে কাজ করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। আমাদের সংগঠন হতে শীতবস্ত্র বিতরণ, পথশিশুদের নিয়ে স্কুল সহসায় আমাদের প্লানে রয়েছে। আপনারা দোয়া করবেন, আমরা যেন ধারাবাহিকতা বজায় রেখে প্রতিটি কার্যক্রম সম্পন্ন করতে পারি। আলোচনা শেষে প্রায় ৪০০ পথশিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।