শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের অর্থনীতি ধ্বংস করে পালিয়ে গেছে। দেশ থেকে টাকা পয়সা, ব্যাংক, অর্থনৈতিক প্রতিষ্ঠান একেবারে শূন্য করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে, লুট করে নিয়ে গেছে। এক কথায় তাদের পরিবার পুরোটা লুটপাট করে নিয়ে গেছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির ভাষনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু একথা বলেন।
জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে সভায় বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু,কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির, বিএনপি নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, অধ্যাপক আমিরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক তৌহিদুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।