সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের বিশ্বস্থ হাসান মোহাম্মদ নিলয় ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আলী হোসেন আলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য,মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিশিষ্ট সমাজ সেবক ও দুইবারের সফল কাউন্সিলর এবং সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ আলী হোসেন আলা । তিনি দুই ছেলে ও স্ত্রী এবং অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।
বুধবার সকাল ১১ টায় সরকারী এম ডব্লিউ হাইস্কুল মাঠে প্রথম জানাজা সম্পন্ন করেন। পরে কবরস্থানে তাকে দাফন করা হয়।কাউন্সিলর আলী হোসেন আলার শোকসন্তপ্ত পরিবার ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাকে জান্নাত দান করুন।