ডেমরা প্রতিনিধি।।
বরেন্য আবৃত্তিশিল্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক হাসান আরিফ এর প্রয়ানে রাজধানীর দনিয়ায় স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। দনিয়া সাংস্কৃতিক জোটের আয়োজনে গতকাল (৭ মে) শনিবার বিকেলে দনিয়া মাসুদ মঞ্চে এ স্মরন সভা অনুষ্ঠিত হয়। দনিয়া সাংস্কৃতিক জোটের সভাপতি আবু আজাদ এর সভাপতিত্বে স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক আহমেদ গিয়াস, গনসংগীত সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক আমজাদ চৌধুরী সুইট। এ সময়ে উপস্থিত ছিলেন দনিয়া সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক এইচ, আর অনিক, বিরহী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক মফিজুর রহমান বিরহী, অভিনেতা টুটুলসহ দনিয়া সাংস্কৃতিক জোটের অন্যান্য সদস্য ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সভাপতি, সাধারন সম্পাদক এবং এলাকার সাংস্কৃতিক ব্যক্তিত্বগন। সভায় বক্তারা হাসান আরিফকে গভীর শ্রদ্ধায় স্মরন ও তার কর্মময় জীবনের স্মৃতিচারন করে সু-দীর্ঘ বক্তব্য রাখেন।