নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় তিনি এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, গত ১৪ এপ্রিল নমুনা পরীক্ষায় ডা. গৌতম রায়ের করোনা শনাক্ত হয়। এরপর থেকে গত ২৪ দিন যাবৎ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন তিনি। এরমধ্যে আক্রান্ত হবার পর গত ২৯ এপ্রিল প্রথম দফায় জেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে আইসিডিআর এ নমুনা প্রেরণ করা হয়। এরপর দ্বিতীয় দফায় ৪ মে আবার নমুনা প্রেরণ করা হয়। কিন্তু দুই নমুনা পরীক্ষার কোনোটার রিপোর্টই এখন পর্যন্ত আসেনি।
এদিকে বুধবার নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে করোনা পরীক্ষাগার স্থাপনের পরদিন এই ল্যাবে ডা. গৌতম রায়ের নমুনা পরীক্ষা করা হয়। শুক্রবার নমুনা পরীক্ষার রিপোর্টটি নেগেটিভ আসে।
ডা. গৌতম রায় বলেন, ‘দুই বার নমুনা প্রেরণ করেও কোনো রিপোর্ট পাইনি। তাই ল্যাব স্থাপনের পর এখানেই পরীক্ষা করাই। নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে। আগামীকাল আবার নমুনা পরীক্ষার জন্য দেয়া হবে। তাহলে নিজেকে সম্পূর্ণ সুস্থ বলতে পারবো।’