বোদা (পঞ্চগড়) প্রতিনিধি♦♦
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় একটি ব্রিজের নিচ থেকে শাকিল রানা (২৮) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ এলাকার সুখের ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ব্যবসায়ী শাকিল রানা উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ প্যারিস এলাকার আজিজুল হকের ছেলে। তিনি পেশায় ট্রাক্টর ব্যবসায়ী ছিলেন।
আটোয়ারী থানার ওসি (তদন্ত) মো. শাহিনুর ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, এক যুবকের লাশ ব্রিজের নিচে পড়ে আছে এমন খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিকভাবে লাশের সুরতহালের পর ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। তবে পরিবার মামলা করবে। পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
এদিকে এলাকাবাসীর ধারণা আর্থিক লেনদেনের কারণে শাকিলের অনাকাঙ্খিত মৃত্যু হয়েছে। পাশাপশি মৃতের পরিবার ও এলাকাবাসী দ্রুত তাঁর মৃত্যুর রহস্য উন্মোচনের দাবী জানান।
Tags: হাত পা