রাজিবুল হাসান◊◊
শেখ রাসেল দিবস উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও ১’শ প্রতিবন্ধী শিশুর মাঝে ক্রীড়া-শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়েছে। আজ (১৮ অক্টোবর) বিকাল ৪ টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কাকরাইলে আলোচনা সভা ও ১’শ প্রতিবন্ধী শিশুর মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, মোটিভেশনাল স্পিকার ও মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ। সংগঠনের সহ-সভাপতি তানভীর শাকিল জয় এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম, খায়রুল হাসান জুয়েল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া ও দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, জাতীয় কমিটি এবং মহানগর উত্তর-দক্ষিণ বিপুল সংখ্যক নেতাকর্মী।