নিজস্ব প্রতিবেদক।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্নেহধন্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ’র মৃত্যুবরণে অন্তিম যাত্রায় শোক র্যালী ও ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শেষ বিদায় জানানো হয়।
গতকাল (১ জুলাই) শুক্রবার সকাল ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষে সদ্য প্রয়াত নির্মল রঞ্জন গুহ’র কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী জননেতা ওবায়দুল কাদের এমপি।
শ্রদ্ধা নিবেদনে আরও অংশ নেন, মাননীয় মন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগ, মৎসজীবী লীগ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
এর আগে সকাল ১০ টায় আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এর নেতৃত্বে ও সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র সার্বিক ব্যবস্থাপনায় নির্মল রঞ্জন গুহ’র শবদেহ নিয়ে শোক র্যালী অনুষ্ঠিত হয়।
শোক র্যালী টিএসসি থেকে শুরু হয়ে ভিসি মহোদয়ের বাসভবনের সামনে দিয়ে ফুলার রোড হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সংগঠনের কেন্দ্রীয়, ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড, বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা থেকে আগত স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ কালোব্যাজ ধারণ করে জাতীয়, দলীয় ও কালো পতাকা নিয়ে সংগঠন আয়েজিত শোক র্যালীতে অংশ নেন। শোক র্যালীতে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি, পরিবারের সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
এছাড়াও সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ এর সামনে কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ নির্মল রঞ্জন গুহ’র কফিনে শ্রদ্ধা নিবেদন করে। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সাড়ে ৬ টায় দোহারের নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হন এই নেতা।
২০১৯ সালের ১৬ নভেম্বর আওয়ামী স্বেচ্চাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলনে সভাপতি নির্বাচিত হন তিনি।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুকে সাথে নিয়ে বৈশ্বিক করোনা মহামারি চলাকালে ভয়কে জয় করে দিনরাত মানুষের সেবায় অক্লান্ত পরিশ্রম করে মানবতার ফেরীওয়ালা উপাধি পান।
গত ১২ জুন রাতে গুরুতর অসুস্থ অবস্থায় নির্মল রঞ্জন গুহকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার জননী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তাঁকে গত ১৬ জুন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। ২৯ জুন সকাল সাড়ে দশটায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মানবতার ফেরীওয়ালা জননেতা নির্মল রঞ্জন গুহ। ৩০ জুন সন্ধ্যা সাড়ে ৬ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয় তাঁর কফিন।
এদিকে সভাপতি নির্মল রঞ্জন গুহ’র মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগ তিন দিনের শোক ঘোষণা করে। সংগঠনের প্রতিটি জেলা/মহানগর/উপজেলা/থানা/ওয়ার্ড কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়।