বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের লক্ষ্য। স্বাস্থ্য সেবা শুধু ঢাকা কেন্দ্রীক না হয়ে সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছেন।
শনিবার (১৩ জুলাই) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত আলাপকালে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, স্বাস্থ্যসেবার মান বাড়াতে দেশের উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে স্বাবলম্বী করার তাগিদ দেওয়া হচ্ছে। ঢাকার হাসপাতালগুলোতে রোগীর চাপ কমাতে এর বিকল্প নেই।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী এ হাসপাতালের ভর্তিকৃত রোগী, শিশু ও তাঁদের অভিভাবকদের সাথে কথা বলেন। তাঁদের চিকিৎসার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এসময় মন্ত্রীর সাথে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, পৌর মেয়র আলহাজ্ব মো. আজাহার আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুল কবীর, আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদ হাসানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
Tags: স্বাস্থ্যসেবা